সন ২০১৩,সকাল সকাল খবরের কাগজের পাতায় চোখ পড়তেই মনটা খুশিতে ভরে উঠল একটা বিজ্ঞাপন দেখে। বিশদ জানতে বিজ্ঞাপনে দেয়া ফোন নাম্বারটি ডায়াল করে বুঝতে পারলাম, 'West Bengal Tourism'আয়োজন করতে চলেছে একটি ' One day tour ' , যেখানে তারা ঘুরিয়ে দেখাবে পুরাতন সুতানুটিকে। এ সুযোগ হাতছাড়া করার নয়।সত্বর নিজের ও কর্তার আসন সংরক্ষণ করলাম এবং সেই দিনের জন্য অপেক্ষা করতে শুরু করলাম।অবশেষে অপেক্ষার অবসান ঘটল।
Want to experinece the the Metcalfe Hall Tour !! Click below - :
রবিবার খুব সকালেই পৌঁছলাম বিবাদী বাগের অফিসে।আমরাই ছিলাম ওদের আয়োজিত এই টুরএর প্রথম দিনের সদস্য।আমরা ছাড়াও ছিল আরো কিছু পরিবার। বিবাদী বাগ থেকেই শুরু হলো পরিক্রমা। সারা সপ্তাহের ব্যস্ততার পর সুন্দরী কলকাতা তখন সবে চোখ মেলছে।আশপাশ থেকে ভেসে আসছে চায়ের ফোটার গন্ধ। সকালের আবেশ চারিদিকে।
পৌঁছলাম কুমোরটুলি ঘাটে।সকালে গঙ্গার হাওয়া ও হাতে গরম গরম, ধোঁয়া ওঠা, এক ভাঁড় চা যেন আলাদা মাত্রা এনে দিল সকালটার।স্নিগ্ধ বাতাসে হাঁটা শুরু করলাম এই ভালোলাগা নিয়ে।ঢুকে পড়লাম কুমোরটুলির রাস্তায়।
কুমোরটুলি :- শোভাবাজারের রাজা 'নবকৃষ্ণ দেব ' ১৭৫৭ খ্রিষ্টাব্দে যখন দুর্গাপূজা করবেন মনস্থ করেন, তখন কৃষ্ণনগর থেকে দু-ঘর কুমোর এনে থাকতে দেন এই কুমোরটুলি অঞ্চলে।সেই থেকে আজও কুমোরটুলি হলো মৃৎশিল্পীদের বাসস্থান।যেখানে সারাবছর ধরে চলে ছোট ,বড়,নানা মাপের বিভিন্ন দেবদেবীর গড়ার কাজ।পুরো পরিবার নিযুক্ত থাকে এই কাজে,মেয়েরাও এর ব্যতিক্রম নয়।সাধারণত মূর্তি গড়েন নবীন কারিগররা আর প্রবীণরা করেন চক্ষুদান।দেখতে লাগলাম সব ঘুরে ঘুরে।কত ঠাকুর চারিপাশে।
সংগৃহীত ( Pic collected from Net )
প্রায় প্রতিবছরই "কুমোরটুলি সার্বজনীন" দেখতে গিয়ে হেঁটেছি এই পথেই।কিন্তু লক্ষ মানুষের ভিড়ে,আলোর আতিশজ্যে অনুভব করতে পারিনি এই রাস্তার হৃৎস্পন্দন,যা সেদিন সকালের মুক্ত হাওয়ায়,চারিপাশে গড়ে রাখা অজস্র দেবদেবীর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রথম অনুভব করলাম।
শোভাবাজার রাজবাড়ি :-প্রবেশ করলাম কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ীতে,যা তৈরি করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব।ইনি ছিলেন লর্ড ক্লাইভের মুন্সি।তারই দেয়া এই রাজা খেতাবটি। রাজবাড়ীতে ঢুকলেই প্রথম যা চোখে পড়ে,সেটা হলো ঠাকুরদলান ও সামনের খোলা প্রাঙ্গণ।সেই প্রাঙ্গনকে মাঝখানে রেখে চারিদিক দিয়ে পিলার আকারে তৈরি এই বাড়িটি।মাঝের এই প্রাঙ্গণেই হতো তখনকার দিনে কবিগানের লড়াই।এসেছিল ভোলা ময়রা ও এন্টনি ফিরিঙ্গি কবিয়ালের দল।
শোভাবাজার রাজবাড়ি
সংগৃহীত ( Pic collected from Net )
খানিকটা হাঁটাহাঁটির ফলে ও খানিকটা হয়ত ইতিহাসের ভারে ক্লান্ত লাগছিল।বসে নিলাম সেই ঠাকুর দালানের সিঁড়িতে।সেখান থেকে সোজা দেখা যাচ্ছিল নাচঘর।যা আজ তার গরিমা হারালেও,এক সময় গমগম করত।অদ্ভুত এক অনুভূতি হয়েছিল সেদিন।
লর্ড ক্লাইভ, বেন্টিংক থেকে শুরু করে বিবেকানন্দ কে না এসেছেন এই বাড়িতে এককালে।আজ সেখানেই বসে আমি, অতীতকে আঁকড়ে।এ এক অদ্ভুত ভালোলাগা! এই দালানই সেজে ওঠে দূর্গা পূজোর সময় সাবেকি চালে।রাজবাড়ির পুজো দেখতে আসে ভিন্ন প্রান্ত থেকে অজস্র মানুষ।ঘুরে দেখলাম বাটির আনাচেকানাচে।
এই সেই ঠাকুরদালান
রাজবাড়ির কাছে এবার বিদায় নেবার পালা আমাদের। বাড়ির ভিতর দিয়েই আর একটি পথে বের হলাম আমরা,পৌঁছাবার পালা এবার শোভাবাজার নাটমন্দির।
এই সেই চকদীঘি বাগানবাটি। বাড়িটা আপনাদের অনেকেরই পরিচিত সিনেমাসূত্রে।নিখিলেশ বিমলা অর্থাৎ সত্যজিৎ রায় পরিচালিত 'ঘরে বাইরে' পুরো শুটিংই এই বাড়ি জুড়ে। চকদিঘী রাজবাড়িও বলে থাকে কেউ কেউ। নিছক বাগানবাটি ভাবলে ভুল ভাবা হবে।এই বাড়ির সাথে যুক্ত আছে বিদ্যাসাগর,লর্ড কার্জন,সত্যজিৎ রায়,সলমন রুশদি সহ বহু মহান ব্যাক্তিত্বের স্মৃতি।বাড়িটির গঠন তাক লাগায় নিশ্চিত।তাই হয়তো সত্যজিৎ রায়ের এই বাড়িই পছন্দ হয়েছিল।সৌমিত্র চট্টোপাধ্যায় হোক বা বর্তমানের দেব অভিনীত 'গোলন্দাজ' বা 'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি' তে মুস্কান জেভিরির বাড়ি বা 'তানসেনের তানপুরা'। চারিদিকে গাছগাছলা পরিবেষ্টিত প্রকান্ড মাঠের মধ্যে প্রাসাদসম এই বাড়ি দাঁড়িয়ে।৬টি প্রকান্ড করনিথিয়ান স্তম্ভযুক্ত এই বৈঠকখানাটি বানানো হয়েছিল ফরাসি স্থপতি দ্বারা।বাড়িটির সামনে প্রকাণ্ড গাড়ি বারান্দা। বাড়িটির সামনে প্রকাণ্ড মাঠের মধ্যে সেই অষ্টভূজাকৃতি ফোয়ারাটি যা আজ আর প্রাণোচ্ছল নয় বরং বর্তমানে গোল করে সেই ফোয়ারাকে ঘিরে বিকেল বেলার স্থানীয়দের গোল বৈঠকের জায়গা বা ঘুরতে যাওয়া দর্শকদের ছবি তোলা বা আ...
Gobardanga Jamidar Bari-Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari-Gobardanga Rajbari উত্তর কলকাতা জুড়ে ছড়িয়ে আছে যেমন বাড়ির পুজোর গন্ধ,আভিজাত্যের ছোঁয়া,বনেদিয়ানার গন্ধ, তেমনি শহর থেকে একটু দূরে এই পুজোয় আছে মাটির সোঁদা গন্ধ,আছে প্রাণের টান। খোলামেলা পরিবেশে ৩০০ বছরের পুজোয় এবার প্রথম ঘটলো ছন্দপতন।হচ্ছে না এবছর জমিদারবাড়ির ঠাকুর দালানে পুজো।ইতিহাস রচনা করলো ২০২০ দুর্গা পূজা।আগে পলাশীর যুদ্ধ, বিশ্বযুদ্ধ কোনো পরিস্থিতিতেই থেমে থাকেনি এই পুজো।ঘট পুজোর মাধ্যমে পুজো সম্পন্ন করবে এবার পরিবারের সদস্যরা।মন খারাপ জমিদার বাড়ির সদস্যসহ গোবরডাঙ্গা বাসীর।কলকাতা ও বিদেশ থেকেও সদস্যরা প্রতিবার পুজোর টানেই বাড়ি ফেরেন। গোবরডাঙ্গা , বারাসাত মহকুমা ও হাবড়া থানার অধীন, কলকাতা থেকে প্রায় ৫৮ কিমি দূরে । কথিত আছে , টাকির জমিদারের লাঠি আর গোবরডাঙ্গা র জমিদারের হাতি। হাতি ছিল গোবরডাঙ্গা র জমিদারদের ঐতিহ্য ও জাকজমকের নিদর্শন।এক নামে সবাই চিনতো তাঁদের হাতি পোষার সখের জন্যই।আজ হাতি না থাকলেও কিন্তু তার সাক্ষীস্বরূপ র...
Gobardanga Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari-Gobardanga Rajbari-Gobardanga Jamidar Bari মা কালী প্রসন্নময়ীর আশীর্বাদে জমিদারের ছেলে হলে তার নাম রাখা হলো কালী প্রসন্ন। স্বপ্নাদেশে শুরু হয় এবাড়ির পুজো। বিশেষ বৈশিষ্ট্য এখানের বলিতেও। খেলারাম মুখোপাধ্যায় শুরু করেন এ পুজোর।পরে কালীপ্রসন্ন তার ধারা বয়ে নিয়ে যান। সেই থেকে আজপর্যন্ত। এই মন্দির উঃ২৪পরগনার গোবরডাঙ্গা শহরের একটি বিখ্যাত কালীমন্দির। মায়ের পুজো করলেই কোল আলো করে আসবে পুত্র সন্তান। সন্তানহীন জমিদার পাবেন বংশধর।মা স্বপ্নাদেশে ইঙ্গিত দিলেন যমুনা নদীতেই আছে আরাধ্যা দেবী।সেই স্বপ্নাদেশ মেনে পরদিন ভোরেই যমুনা নদীতে ডুব দিয়ে মিললো বড়সড় কষ্টিপাথর।সেই পাথর থেকেই শুরু হলো মূর্তি গড়া। স্বপ্নে দেখা মা কালীর মতই আদলে মূর্তি নির্মাণ করেন। রাজবাড়ীতেই মূর্তি গড়া হলো। বেনারস থেকে ২ জন কারিগর এনে মূর্তি তৈরি করেন খেলারাম। সেই মূর্তি আজ কালীমন্দিরে প্রতিষ্ঠিত,সেই মন্দিরই প্রসন্নময়ী মন্দির।জাগ্রত সে মন্দির। খেলারাম এর দ্বিতীয় স্ত্রী দ্রৌপদী পুত্র সন্তান লাভ করেন।...
I am history lover. My passion and love towards those heritage buildings attracts me always and insists me to write down this blog for all of you. In this Blog I will share my experience with all of you who wants to visit Rajbari or Zamindar’s House in and around Kolkata where you can feel the Royal Heritage Stay of that time and taste the Zamindari Thali in your lunch or dinner. Despite the British architectural models available during the colonial period, the Great Houses feature hybrid designs and eclectic architectural forms will attract you. I will take you 10 of them with all details so that you can plan your visit soon over there. You will get detailed informative video against each of them. Subscribe my YouTube Channel for more videos : https://www.youtube.com/c/AnanyarSathe Zamindari History of Bengal : The Zamindars of Bengal were the ruling class, in the Bengal region, in the eastern part of the Indian subcontinent, which consists of territories ...
Lovely Story
উত্তরমুছুন